গরম কমে ঝরবে বৃষ্টি

সিলেট

গত এক সপ্তাহের প্রায় পুরোটা সময় কেটেছে গরমের মধ্যে। মাঝেমধ্যে কোথাও কোথাও বৃষ্টি ঝরলেও দিনের বড় অংশজুড়ে ছিল কাঠফাটা রোদ। রোববার সিলেটসহ দেশের অর্ধেকের বেশি এলাকা দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এই গরম কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা কমে গরমের তীব্রতা কমে আসতে পারে। আগামী দুই-তিন দিন বৃষ্টি বেড়ে গরম কমতে পারে।এদিকে রোববার রাতে সিলেটের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ঝরে। এতে সারা দিনের গরম কমে কিছুটা স্বস্তি নামে। আজ থেকে গরম আরও কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। চলতি সপ্তাহের বেশির ভাগ সময়জুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। এতে কমতে পারে গরমের কষ্ট।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। তবে এই মাসের মধ্যে এর বড় অংশ বাংলাদেশ থেকে বিদায় নেবে। তিনি বলেন, এই সময়ে গরম সাময়িক, দীর্ঘস্থায়ী হয় না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি ও অস্বস্তি বেশি হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে এরই মধ্যে আর্দ্রতা কমে শুষ্কতা বাড়ছে। ভোরের দিকে হালকা শীতের বাতাসও বইছে। চলতি মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বিদায় নিলে বিভিন্ন স্থানে কুয়াশা ও শিশির পড়া শুরু করবে। এরই মধ্যে অবশ্য দেশের অনেক জায়গায় তা পড়তে শুরু করেছে। মাসের শেষের দিকে তাপমাত্রা কমে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *