গরিব বলে কি বিচার পাবো না?

জাতীয় বাংলাদেশ

১০ই এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নয় বোনের মধ্যে এক বোন সাবিনা বলেন : আমাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানার আমরাইদ বাজারে। সেখানে দীর্ঘ দিন যাবত হিরন মাষ্টার ( ইউনিয়ন উচ্ছ বিদ্যালয়,হাইলজুর), সোরাব মোল্লা (আওয়ামীলীগ সহ-সভাপতি,কাপাসিয়া থানা), ফাইজ উদ্দিন, মো: শরিফ সহ তাদের বাহিনী আমাদের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অত্যাচার করে হত্যার হুমকি দেয়। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় আমরা কোনো বিচার পাই না। আমরা নিরুপায় হয়ে পুলিশ হেডকোয়াটারে একটা অভিযোগ দায়ের করি এবং স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেই। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিষয়টি অবগত করি। কিন্তু দখলকারীরা এতোই ক্ষমতাশীল যে তাদের বিচার করতে এসে সমস্যার সমাধান না করে স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যাক্তিগন বিভিন্ন তারিখ দিয়ে আমাদের শুধু ঘুরায়। এতে করে আমরা সমাধানতো পাচ্ছি না শুধু হয়রানির শিকার হচ্ছি। আমাদের কোনো ভাই নাই মা ও মারা গেছেন অনেক আগে বর্তমানে অসুস্থ বৃদ্ধ বাবাকে নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। আমাদের নিরব কান্নাগুলো দেখার কেও নেই। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রার্থনা,আমাদেরকে যেনো এ দখলদারীর হাত থেকে মুক্ত করে দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *