বরিশাল প্রতিনিধি:
জমি সংক্রান্ত জেরে মা-ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা-ছেলেকে স্খানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি বানারীপাড়া উপজেলার সীমান্তঘেষা গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বেরমহল গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে স্থানীয় দিনমজুন আনিচুর রহমান কাজীর স্ত্রী নিলুফা বেগম (৩৫) তাদের বাগানবাড়ি থেকে গাছেরপাতা কুড়াতে যায়। এ সময় ওই জমির মালিক দাবীদার হাসেম কাজী (৬০), তার বড় ছেলে ইব্রাহিম কাজী (৪০), সেঝ ছেলে রঞ্জন কাজী (৩৫) মা সামসুর নাহার, খালাহাসিনা বেগম ও তাদের আত্বীয় মাসুম মুন্সী (৩৭), রহমান মুনশি, জাহিদ তাকে পিছন থেকে এলোপাতারি কিল-ঘুষি ও কোপ দেয়। এতে নিলুফা বেগম গুরতর আহত হয়। মারধরের সময় নিলুফার শরীরের স্পর্শ কাতর স্থানে বার বার হাত দিতে থাকে, বুকে পিঠে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে। এ সময় তার ডাকচিৎকারে ছেলে নয়ন আহম্মেদ শুভ (১৮) ঘটনাস্থলে এসে মাকে নির্যাতন করতে দেখে তাকে বাঁচাতে তার গায়ের ওপরে শুয়ে পরে। এরপরে শুরু হয় মধ্যযুগীয় মারপিট। নয়নকে মেরে তার শরীরের পিছনে (পিঠ) মারাত্বক রক্তফুলা জখম করে। যা দেখলে গা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেছেন অনেকেই। বর্তমান যুগে এমন পাষন্ড মারধর দেখে সবাই হতবাক হলেও কোন আইনি সহায়তা এখন ও পায়নি ভুক্তভোগীরা। অসহায় দিন মজুর আনিচুর রহমান দিকবিধিক শূন্য হামলাকারীদের পক্ষে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টিকে আইনি সহায়তা পেতে বাধা সৃষ্টি করছে বলে। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে মধ্যযুগীয় কায়দার নির্যাতন করার পর ও এখন পর্যন্ত হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যা সমাজকে প্রশ্ন বিদ্ধ করছে। বানারীপাগা হাসপাতালের বিছানায় নিলুফা বেগম যন্ত্রনায় কাতরাচ্ছে, শ্লিলতাহানীর গ্লানী বুকে ধরে ন্যায় বিচারের আশায় প্রশাসনের সহায়তা চাচ্ছে। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরদার বানারীপাড়া প্রেসক্লাবকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছ। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য সংযুক্ত করা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায় ওই জমি নিয়ে মামলা চলমান রয়েছে।
শেয়ার করুন