গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা, জনমনে নানা প্রশ্ন

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ প্রতিনিধিঃ

লাখাইয়ে গালায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে মফিজুল হক নামের এক যুবক। সরেজমিনে গিয়ে জানা যায় বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের (আসমতনগর) ছুরত আলীর ছেলে মফিজুল হক (২৮) কাঠের ষ্ট্যান্ডের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। মৃতের স্বজনরা জানান ঘটনাটি ঘটেছে রবিবার (১ লা জানুয়ারী) ২৩ দিবাগত সন্ধা ৭ টার সময়।সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওস) মোহাম্মদ নুনু মিয়া নির্দেশে লাখাই থানার উপপরিদর্শক(এস আই) দেবাশিষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনা স্হলে পৌছে মরদেহের সুরতহাল তৈরী করে লাখাই থানায় নিয়ে আসে। এ ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা বলেন কাঠের মশারীর ষ্ট্যান্ডের সাথে কি করে গলায় ফাঁস লাগে বিষয়টি বুধগম্য নয়। আবার কেউ কেউ বলে মৃতের মাথায় সমস্যা ছিল। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ময়না তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে তখন আইনী ব্যবস্থা নেওয়া হবে । ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারব না।পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার (২ জানুয়ারি /২৩) ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *