গাইবান্ধায় সদর উপজেলার খোলাহাটির ইউপি মেম্বর মোস্তাক আহম্মেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকালে তার মরদেহ উপজেলার দাড়িয়াপুর–ধর্মপুর কৈমারা ব্রিজ নামক স্থান থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ও খোলাহাটি ইউপি মেম্বর মোস্তাক বৃহস্পতিবার রাতে কাবিলের বাজার থেকে মোটরসাইকেলে করে খোলাহাটিতে তার বাড়ি ফিরছিলেন। সে সময় সঙ্গে ছিলেন তার সহযোগী বাবু। পথিমধ্যে দাড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা মোস্তাক মেম্বরের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। হামলায় তার সহযোগীও আহত হন। এসময় সাজু মিয়া নামের এক ব্যক্তি দুজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মোস্তাককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা আহত লোকটি হাসপাতাল থেকে পালিয়ে যান।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এখন পর্যন্ত এই মৃত্যুর বিষয়ে তিনি কিছু বলতে পারেন না।