খাগড়াছড়িতে গাছে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রের।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াপুর মাস্টারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দীপেন ত্রিপুরা (১৭) পেরাছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুকমল ত্রিপুরা ও সুজিতা ত্রিপুরার দ্বিতীয় সন্তান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র।
নিহতের পিতা জানান, দীপেন সকালে তেঁতুল গাছে আর্জেন্টিনা পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি জানান, দীপেন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ইতোমধ্যে দীপেনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
শেয়ার করুন