গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে। এতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই হতাহতের ফলে ১৭ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৫০ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন আহত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, অসংখ্য ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, যুদ্ধবিরতির সময় চুক্তি লঙ্ঘন করে ইসরাইল ফিলিস্তিনি হামলা অব্যাহত রাখে। এতে অন্তত ১৭০ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া দুই হাজারের বেশি আহত হয়। আর সাম্প্রতিক হামলায় নিহত বেড়ে ৬৩৫ জনে পৌঁছেছে।
সূত্র : আল জাজিরা
শেয়ার করুন