গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ১২

বিশ্ব

মধ্য গাজার দেইর আল বালাহতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত এবং শিশুসহ আরও অনেকে আহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা সাড়ে ৩১ হাজার ছাড়িয়ে গেল। খবর আল জাজিরার।

জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এপর্যন্ত ৩১ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৩ হাজারেরও বেশি। অপরদিকে ইসরায়েলি ভূখন্ডে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ১ হাজার ১৩৯ জন।

এদিকে, যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় রোববার (১৭ মার্চ) একটি বৈঠক বসার কথা রয়েছে। সেখানে মোসাদের গুপ্তচর প্রধানের নেতৃত্বে বৈঠকটিতে হামাসের দেয়া যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। হামাসের হামলায় ইসরায়েলের কয়েক ডজন বেসামরিক নাগরিক বন্দি হয়ে আছে।

উল্লেখ্য, রোববার সকালে জাবালিয়া এবং গাজা সিটিতে ১৩টি ত্রাণবাহী ট্রাক নিরাপদে পৌঁছেছে। এটি গত বছরের নভেম্বরের পর এই প্রথম নির্বিঘ্নে গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে খাদ্য ও পণ্য সরবরাহ করতে পেরেছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *