গাজীপুরে ধানগাছ দিয়ে ফুটে উঠলো শহীদ আবু সাঈদের প্রতিকৃতি

জাতীয়

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা গ্রামে ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের চিত্র দেখে অনেকেই থমকে যান। এই চিত্রটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশে বিস্তীর্ণ ধানখেতের মধ্যে ফুটে উঠেছে।

শহীদ আবু সাঈদের অবয়ব চিত্রটি তৈরি করেছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. এনামুল হক (৪১)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা গ্রামের বাসিন্দা। এর আগেও, এনামুল তার এক বিঘা জমিতে শস্যচিত্রের মাধ্যমে জাতীয় পতাকা ও ‘মা’ শব্দটি ফুটিয়ে তোলার জন্য আলোচিত হয়েছিলেন।

এনামুল হক বলেন, ২০২১ সালে প্রথম তিনি বেগুনি ধান রোপণ করেন। পরের বছর মাকে শ্রদ্ধা জানাতে বাংলায় ‘মা’ শব্দটি শস্যচিত্রে রূপ দেন, যা দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। এরপর ২০২২ সালে জাতীয় পতাকার শস্যচিত্র তৈরি করেন এবং এবার শহীদ আবু সাঈদের প্রতিকৃতি তৈরি করেন।

এনামুলের মা জোহরা বেগম (৬৫) বলেন, মা হিসেবে আমি খুব খুশি। ছেলে শখ করে এগুলো করেছে, এটা ভালো লাগছে। তিনি ভাল কিছু করছেন, মানুষ তার প্রশংসা করছে।
শস্যচিত্রের নির্মাণ সম্পর্কে এনামুল জানান, প্রথমে সুতার মাধ্যমে শহীদ আবু সাঈদের অবয়ব তৈরি করেন, তারপর দুই জাতের ধান গাছ রোপণ করেন। এ কাজে তাকে সাহায্য করেছেন আরও কয়েকজন।

দর্শনার্থীরা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। মো. মোবারক হোসেন নামের এক ব্যক্তি বলেন, বন্ধুর কাছে শুনে শস্যচিত্র দেখতে এসেছি। এটা সত্যিই চমৎকার উদ্যোগ।

জিয়াউল ইসলাম নামের আরেক দর্শনার্থী বলেন, ধান রোপণের সময় এই সড়ক দিয়ে যাচ্ছিলাম। এখন ধান গাছ বড় হওয়ার পর আবার এসেছি এই দৃশ্য দেখতে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কৃষি শুধু খাদ্য উৎপাদন নয়, এটি সৃজনশীলতার ক্ষেত্রও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *