গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী তিস্তা ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চারজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে জয়দেবপুর স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ট্রেনের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনাস্থলে এসে দেখি টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আপনারা জানেন যে প্রতি শুক্রবার এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বন্ধ থাকে। ফলে এই ট্রেনে তেমন কোনো যাত্রী ছিল না। এই ট্রেন দুটির চালক ও সহকারী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
ট্রেনের বগিতে কোনো যাত্রী আছে কিনা জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের কর্মীরা প্রত্যেকটি বগিতে গিয়ে দেখছে কোনো যাত্রী আছে কিনা। এখন পর্যন্ত ট্রেনের বগিতে কেউ আটকে আছে কিনা এমন কোনো খবর আমরা পাইনি। তবে উদ্ধার কাজ চলমান চলমান রয়েছে।’
শেয়ার করুন