গানের আসর থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হ’ত্যা

হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাইয়ে বধুলাল দাশ (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার (১০ জানুয়ারি) পার্শ্ববর্তী বড়কান্দি গ্রামে একটি গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন। রাত ২ টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের চরগাঁও গ্রামের বাবুল মিয়াসহ ৪/৫ ব্যক্তির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ জানান, সম্প্রতি বাবুল মিয়ার সঙ্গে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাতে পাশ্ববর্তী বড়কান্দি গ্রামের একটি গানের আসর থেকে বাড়ি ফেরার পথে বাবুল মিয়াসহ কয়েক তাকে কুপিয়ে হত্যা করে।

সকালে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই ওয়াহেদ গাজী মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *