রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জে এক গৃহবধু (২৩) কে যৌতুকের জন্য নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ রোববার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো গৃহবধুর স্বামী বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রামের আব্দুল কাদির চুনু মিয়ার পুত্র জহিরুল ইসলাম শান্ত (২৭) ও শ্বশুর মৃত ওয়াহিদ আলীর ছেলে আব্দুল কাদির চুনু মিয়া (৬০)।
এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু রোববার ২টার দিকে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা (মামলা নং- ৭, তাং- ০৫/০৯/২২ খ্রিঃ) দায়ের করেন। মামলা দায়েরের পর তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গৃহবধুর স্বামী জহিরুল ইসলাম শান্ত ও শ্বশুর আব্দুল কাদির চুনু মিয়াকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন