গেল মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে মোট ২৯টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ১৩টি এবং ছাত্রশিবিরকে জড়িয়ে ১৬টি অপতথ্য প্রচার করা হয়েছে। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে গত মাসে ১৩টি অপতথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
যেগুলো দলটির বিপক্ষে প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। দলটির আমির ডা. শফিকুর রহমানকে জড়িয়ে এই সময়ে তিনটি অপতথ্য (সবগুলোই বিপক্ষে) প্রচারের প্রমাণ মিলেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে ১৬টি (সাড়ে ৮৭ শতাংশ বিপক্ষে) অপতথ্য প্রচার করা হয়েছে।
শেয়ার করুন