স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জের ছাতক উত্তর উপজেলাধীন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শাখার ২০২৪-২৫ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন কাজী অফিসে সৈদেরগাঁও ইউনিয়ন ‘আল ইসলাহ’র কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছাতক উত্তর উপজেলা ‘আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুফতি আব্দুস ছালাম।
সভায় উপস্থিত সর্ব সম্মতিক্রমে সকলের মতামতের ভিত্তিতে
মাওলানা শফিকুল ইসলামকে সভাপতি ও হাফিজ আবুল খয়ের নোমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, মাওলানা আব্দুল আলিম নূরী সাহেব,
পরিশেষে সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।