গোয়াইনঘাটে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিনের মতবিনিময় অনুষ্ঠিত

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও সদস্যবৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

মতবিনিময় সভার শুরুতে এডভোকেট নাসির উদ্দিন খান শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধার সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি সিলেট ৪ আসনের ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সকলের ঐক্যের ভিত্তিতে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ও ব্যক্ত করেন। দেশ ও দশের উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতার হাতকে প্রসারিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলাম, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, দপ্তর সম্পাদক মজিবুর রহমান ও সদস্য সুবাস দাস।
এ ছাড়াও তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মহিউদ্দীন মহি, রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফয়সল আহমদ,
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর যুবলীগ নেতা সুজেল তালুকদার, মিজানুর রহমান, মোঃ আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *