আওয়ামী সরকার পতনের পর ৫ আগস্ট গোয়াইনঘাটে আনন্দ মিছিলে হামলা ও গুলি বর্ষণে নিহত যুবক সুমন মিয়া (২০) হত্যার ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সিলেট-৪ সাবেক এমপি ও মন্ত্রী ইমরান আহমদসহ ৬৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০/১৫০জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিলেটেরজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বাবা আব্দুন নুর বিলাল।তিনি গোয়াইঘাটের মাতুরতল বাজার এলাকার ফেনাইকোনা গ্রামের বাসিন্দা।
মামলার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এফআইআর করার নির্দেশে দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম।
মামলায় এজহারনামীয় আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল(৬৫), সিলেট-৪ সাবেক এমপি ও সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ (৬৫), সাবেক সড়ক ও পরিবহণমন্ত্রী ওবাদুল কাদের (৬৫) সিলেট সিটি স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ইমাম উদ্দিন সাদেক (৫৫), গোয়াইনঘাট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম (৪০), সাবেক সেকেন্ড অফিসার এসআই আজিজ (৪০), সোনারহাট বিজিবি ক্যাম্পের সাবেক ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজান (৪০), বিজিবি সদস্য ভিআইপি শহিদ (৪০), বিজিবি সদস্য সিপাহী আল আমিন (৩৮), সিপাহী আতিক (৩৬), আফসার হোসেন (৩৫), বেনিয়াম (৪০), শাকিল (২০), ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন পারভেজ (৪৩), শফিক (৫০), পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক নজু (৫৫), জুবের আহমদ (২৮), গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ (৫৫), আব্দুল কাদির (৫৫), গোয়াইনঘাট ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ফজলুল হক (৫০), রফিক মিয়া (৪৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ আহমদ সুমন (৪২),খাদিমনগর ইউনিয়ন তাঁতি লীগের সাধারণ সম্পাদক কামাল (৪৫), সিলেট স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান খান (৫০), গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের জাহাঙ্গীর ফারুক হেলাল (৫৫), খাদিমনগর ইউনিয়ন ছাত্রলীগের ফয়ছল আহমদ (৩০), মিল্টন সরকার (৪২), সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ (৫৫), সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ গোয়ালা (২৮), পল্লী চিকিৎসক হুমায়ুন কবির (৪০), বাবুল মিয়া (৫৫), খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকরাম উদ্দিন (৬০), জাকির আহমদ চৌধুরী (৪৭), আব্দুল আহাদ (৪৫), খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ (৩৫), সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ (৪৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার রকি (৩৫), তাঁতী লীগ নেতা ইউনুছ আলী (৩০), হাবিবুর রহমান (৬০), রাহুল দেবনাথ (৩০), হাফিজ উদ্দিন (৫২), নজরুল ইসলাম (৫০), গোলাম মোস্তফা (৫২), মো. শরিফ হোসেন (২৮), রেজাউল হক (৩৮), গোলাম করিম শামীম (৪৮), দেবাশীষ পাল দেবু (৩৫), মো. কামাল হোসেন (৩০), সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকলাল আহমদ (৪৮), সিলেট জেলা পেশাজীবী লীগ নেতা নীহার কান্তি রায় (৪৮), মো. আবুল কালাম (৪৬), গোয়াইনঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছানা বাবু (৬০), ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুবাস দাস (৪৫),গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কালা মিয়া (২৮), গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন (৫৫)।
শেয়ার করুন