তানজিল হোসেন, গোয়াইনঘাট:
গোয়াইনঘাট উপজেলায় শিশুদের জন্য জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল উপজেলার ১৩টি ইউনিয়নের ২১৯টি কেন্দ্রে ৫৬ হাজার শিশু এই ক্যাম্পেইনের আওতায় আসছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের প্রধান ভেন্যু পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, জাতীয় “ভিটামিন-এ ক্যাম্পেইন” ৬ মাস হতে ১১ মাস বয়সী ৬০০০ হাজারের অধিক শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজারের অধিক শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা জানান, উপজেলার ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে। তিনি জানান, কেউ বাদ পড়লে আগামী চার দিন ১৩, ১৪-১৭ ও ১৮ তারিখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবে।
শেয়ার করুন