গোয়াইনঘাটে অগ্নিকান্ডের ঘটনায় ৬ দোকান ভস্মীভূত

জাতীয়

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউপির রাধানগর বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় হারুন মিয়ার মার্কেটে আগুন লাগলে মার্কেটের ৬টি দোকান পুড়ে যায়। এর মধ্যে মোবাইল সার্ভিসিং, সেলুন, পান-সুপারি, টেইলারিং ও ডেকোরেটার্সের দোকান ছিল। হঠাৎ বাজারে আগুন দেখে দিশেহারা হয়ে পড়েন দোকানীরা। তাদের চিৎকারে আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন লোকজন। গোয়াইনঘাট থানা পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। দমকল বাহিনী ঘটনাস্থলে আসতে অনেকটা বিলম্ব হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে বলে জানান এলাকাবাসী। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে রক্ষা হয় পুরো বাজার।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ শাখার কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা একটি তালিকা তৈরী করছি। সবকিছু হারিয়ে দোকানীরা হাহাকার করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *