গোয়াইনঘাটে অবৈধ পাচারকালে ইন্ডিয়ান ১০গরু আটক

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটের পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে পাচারকালে ১০টি ইন্ডিয়ান গরু আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বুধবার (১৯ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব গরু আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযানে ইন্ডিয়ান গরু উদ্ধারের ঘটনায় আতঙ্ক শুরু হয়েছে গোয়াইনঘাটের সবকটি সীমান্ত পয়েন্টের চোরাচালান সিন্ডিকেটে পান্তুমাই, লাখাট, প্রতাপুর,বিছনাকান্দি, বাবুরকোনা, আমস্বপ্ন, সংগ্রাম, নকশিয়া, সোনারহাটসহ সবকটি সীমান্ত পয়েন্টে। এছাড়া পুলিশের নজরদারী বৃদ্ধি পাওয়ায় অনেকটা কমেছে ভারতীয় গরু, চিনি, কসমেটিকসসহ ভারতীয় চোরাচালান তৎপরতা।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, সিলেটের পুলিশ সুপার নির্দেশিত অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গঠিত ছকে আমাদের অভিযান চলছে। টিম গোয়াইনঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। থানা পুলিশের চলমান অভিযানের আওতায় থানা এলাকার জাফলং পিয়াইন নদীর কাটারী এলাকা থেকে নৌকাযোগে পাচারকালে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *