তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রবের সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমদের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইদুর রহমান।
এছাড়া মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমদ, সদস্য আব্দুর রব, যুবদল নেতা এম জে কাওসার, কবির আহমদ, মাহমুদ আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মুসলিম উদ্দিন, জুবের আহমদ, জুয়েল রানা ও জায়েদ আহমদ প্রমুখ।