গোয়াইনঘাটে এসএসসি ও দাখিলে পাশের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেট

 

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ কমেছে।

শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ হাজার ১৩২জন শিক্ষার্থীর মাঝে ২ হাজার ৪১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গোটা উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন শিক্ষার্থী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী গোয়াইনঘাট উপজেলায় এবার পাশের হার ৭৭.০১%। যেটি গত বছরে ছিল ৭৯. ৮৬%।

এদিকে উপজেলার ১১টি দাখিল মাদ্রাসা থেকে মোট ৩০৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছেন ১৯৩ জন শিক্ষার্থী। তবে জিপিএ-৫ এবার একটিও নেই। দাখিল পরীক্ষায় পাশের হার ৬৩.৭০%। যেটি গত বছরের তুলনায় (৭৯.১%) এবার পিছিয়ে।

এসএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার ৩১টি স্কুলের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬টি স্কুল। এ তালিকায় সর্বোচ্চ ১৪টি জিপিএ-৫ পেয়েছে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বছর গোয়াইনঘাটে মোট জিপিএ-৫ ছিল ১০৯টি। এবার এই সংখ্যাটি কমে ৮৬ তে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, বিগত বছরের বন্যায় ছাত্র ছাত্রীদের পড়াশুনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সম্ভাব্য কারণ হতে পারে। এ বিষয়ে সকল শিক্ষকবৃন্দের সাথে পরামর্শ করে আগামীতে আরও ভালো ফলাফল করার লক্ষ্য নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *