তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট থানা সদর বাজারে দীর্ঘ চার ঘন্টার ক্লান্তিহীন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. তানভির হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মুদি দোকানের মূল্য তালিকা ও কম দামে কেনা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা সহ সড়ক পরিবহন আইন অনুযায়ী লাইসেন্সবিহীন গাড়ি চালক এবং অবৈধ পার্কিংয়ের জন্য বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা, টমটম ও মোটরবাইকের উপর সর্বমোট আট হাজার তিনশত টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট অভিযানকালে গোয়াইনঘাট থানার এসআই ফখরুল আলম সহ সঙ্গীয় পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টাফ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন