গোয়াইনঘাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা অনুষ্ঠিত

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে প্রশাসনিক কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্মরণ সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়াসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও ছাত্র নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বীর আব্দুল মতিন, আরিফুল ইসলাম ও এডভোকেট ফয়েজ আহমদ। এর আগে এসব আহত বীরদের ফুল দিয়ে বরণ করে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক শুভেচ্ছা খাম তুলে দেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিবন্ধিত হাসপাতালের তথ্যানুযায়ী গোয়াইনঘাটে ৪জন ছাত্র-জনতা আহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *