গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শিবলী আতিকা তিন্নী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম।

সভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক রাজন চন্দ্র নাথ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শান্তা রাণী চন্দ। এ সময় উপস্থিক ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক রহমত উল্ল্যাহ, শামীম আহমদ সহ বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ এবং এলাকার কন্যা শিশুরা।

দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার ও স্বেচ্ছাসেবী নারী সমিতির মধ্যে অনুদানের চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *