গোয়াইনঘাটে ডৌবাড়ী প্রবাসী ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান সম্পন্ন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট:

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় দুই পরিবারে নগদ পয়ষট্টি হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) পৃথক দুটি অনুষ্ঠান করে অসহায় ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে এসব অনুদান প্রদান করা হয়। অনুদান প্রাপ্তরা হলেন- বাহরাইনে দুর্ঘটনায় নিহত ডৌবাড়ী নিহাইন গ্রামের মরহুম জাকির হোসেন ও মানিকগঞ্জ বাজারের দর্জি নগরডেংরি গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস।

ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি ও সৌদি আরব প্রবাসী আব্দুল মালিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালিশ ব্যক্তিত্ব জাহাঙ্গীর ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক ও সমাজসেবক দেলওয়ার হোসেন, ইউপি সদস্য তৈয়বুর রহমান, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া রব্বানী, ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলা উদ্দিন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সমাজসেবক সাইদুর রহমান ও দলিল লেখক মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানের অতিথিবৃন্দ ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি ফ্রান্স প্রবাসী আতাউর রহমান, সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী পলাশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ মাসরুর, সহ-সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ও অর্থ সম্পাদক ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট করোনা, বন্যা ও শীতকাল সহ বিভিন্ন কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে এ পর্যন্ত ২৫ লক্ষ টাকার সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *