গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তির পুরষ্কার বিতরণ সম্পন্ন

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে “পুসাগ ট্যালেন্ট হান্ট -২৪” মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ই জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) -এর উদ্যোগে ও হাজী আব্দুল গফুর ট্রাষ্টের সহযোগিতায় মেধাবৃত্তি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুসাগ সভাপতি রুহুল আমিন মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুনেদ আহমদের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন। এর আগে প্রধান আলোচকের বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আতি উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য দেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইদুল হক, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ রহিম, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও হাজী আব্দুল গফুর ট্রাষ্টের প্রতিনিধি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ।

এ সময় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন বিন্নাকান্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া বেগম, গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা জান্নাত। পুসাগ সদস্যদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামীমা শাম্মী, পটুয়াখালী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ফাহিম আহমদ, অভিভাবকদের মধ্যে আব্দুল্লাহ আল মারুফ, পুসাগের সাবেক সভাপতি গোলজার হোসেন, জার্মানের ডিগেনডর্ফ ইন্সটিটিউট অফ টেকনোলজী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমদ।

পুসাগ সদস্য মোস্তাফিজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফখরুজ্জামান ফলিক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, মতিউর রহমান (দুলাল), সাদিকুর রহমান, তানজিল হোসেন ও পুসাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ে ১৩টি ইউনিয়ন থেকে অষ্টম ও দশম শ্রেণির ২৫০জন পরীক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষায় দুটি ক্যাটাগরীতে মোট ১৬জন উত্তীর্ণ হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে পুসাগের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *