গোয়াইনঘাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

সিলেট

 

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস ও জৈন্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গোয়াইনঘাটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অলিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৩৯৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *