গোয়াইনঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ ধান উৎপাদন বাড়াতে আউশের আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা কর্মসূচির আওতায় সিলেটের গোয়াইনঘাটে ৩ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

সোমবার বেলা ২ টায় উপজেলা অডিটোরিয়ামে গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *