তানজিল হোসেন, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ই মার্চ) সন্ধ্যায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের নেতৃত্বে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফুল হাসান মারুফ, গোয়াইনঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি দিপক চক্রবর্ত্তী নান্টু, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, শ্রমিক নেতা কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ হোসাইন শাকিল ও ডৌবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন