তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট সদর ইউপির লুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা শিক্ষার্থীদের চলাচল উপযোগী করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।
জানা গেছে, লুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা বিপর্যস্ত ছিলো। গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বর্তমানে বরাদ্দ না থাকলেও বর্ষাকালে বাচ্চাদের কথা বিবেচনা করে ইউনিয়ন পরিষদের নিজস্ব ফান্ড থেকে ৩০ হাজার টাকা ব্যয় করে রাস্তাটি চলাচলের উপযোগী করে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার তিনি ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন।
শেয়ার করুন