তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): সিলেটের ভারত সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬৮ বর্গ কি. মি. এলাকা ও ১৫৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় পবিত্র ঈদ-উল আজহার আনন্দ মলিন হয়ে ওঠে উপজেলার পানিবন্দি ১৩ হাজার ৬ শতাধিক পরিবারে।
সোমবার সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত গোয়াইন নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার, পিয়াইন নদীর ১ দশমিক ৯১ সেন্টিমিটার ও সারি নদীর পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সিলেট শহরের সাথে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সারি-গোয়াইন সড়ক, হাকুর বাজার-মানিকগঞ্জ সড়ক, গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়ক ও গোয়াইনঘাট-বঙ্গবীর সড়কের বেশ কিছু জায়গায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় যানচলাচল বন্ধ রয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমানে ৪টি আশ্রয়কেন্দ্রে মোট ২৫২ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১১৬ জন, মহিলা ১১১জন ও ২৫ জন শিশু রয়েছেন। এছাড়া গবাদিপশু রয়েছে আরো ৭৫ টি। পানিবন্দি মানুষের জন্য ১০টি মেডিকেল টিম চালু রয়েছে।
এদিকে বন্যা দুর্গত এলাকায় শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।
শেয়ার করুন