তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট):
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চারটি বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার তামাবিল, বারহাল, হাটগ্রাম ও পূর্ণানগর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দুপুরে গোয়াইন নদীর তীরবর্তী পূর্ণানগর বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো: তৌহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে সাবেক কমান্ডার মো: আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাদিকুর রহমান, পশ্চিম আলীরগাঁও ইউপি সদস্য লুৎফুর রহমান ও সাংবাদিক তানজিল হোসেন প্রমুখ।
পরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যম কর্মী, রোভার স্কাউটস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।