তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে এক যুবক মোটরবাইক চালকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টায় গোয়াইনঘাট সদরের পুরান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত মোটরবাইকের সামনে পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিজেই দুর্ঘটনায় আহত হন। তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের মাথায় হেলমেট ছিল না। নিহত যুবক ভাদেশ্বর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (২৩)। বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে গ্রামেই তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছাঁয়া।
শেয়ার করুন