তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণার দুদিন পার না হতেই বিতর্কের মুখে স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত নবগঠিত ৯ নং ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত হয়েছে।
কমিটি স্থগিতের বিষয়টি সিলেট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর ৯ নং ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৩০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুুল।
এতে জাকারিয়া রব্বানীকে সভাপতি ও আবু তায়েফ কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণার দিনেই ডৌবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ নবগঠিত কমিটির বিরুদ্ধে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে প্রতিবাদ করেন। এরপর নবগঠিত কমিটি বিতর্কের মুখে স্থগিত করা হয়।
এ বিষয়ে ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ -এর একাধিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল দলীয় প্রভাব খাটিয়ে আপন ভাই জাকারিয়া রব্বানীকে সভাপতি করেছেন, যার আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু তায়েফের বিরুদ্ধে বিভিন্ন মামলা সহ উক্ত কমিটিতে জামাত-বিএনপির লোক ও নিকট আত্মীয় দিয়ে করা হয়েছে।
বিতর্কিত কমিটি নিয়ে ৯ নং ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জেলায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম -এর পরামর্শে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে ৩০ সদস্যের আংশিক কমিটি স্থগিত করা হয়।
এছাড়া ঘোষিত কমিটির মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও জেলা কমিটির কাছে অভিযোগ করা হয়েছে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নির্দেশনা মোতাবেক শিগগির একটি কমিটি ঘোষণা করা হতে পারে।
জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল বলেন, জেলা নেতৃবৃন্দের কাছে কয়েকজনের চাহিদা ছিলো। তাদের মন মত না হওয়ায় কমিটি স্থগিত হয়েছে। এগুলো কোন সমস্যা নয়।
শেয়ার করুন