গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী প্রযুক্তি ভিত্তিক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ৪ ও ৫ জুন রবি ও সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোয়াইনঘাট সিলেট এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেয় উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৩০ জন কৃষক-কৃষাণী।
উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত প্রশিক্ষণে প্রথম দিন উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ ফারুক হোসাইন (শষ্য)। ২য় দিন উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর প্রশিক্ষণ অফিসার মোঃ নাসির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ কর সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
শেয়ার করুন