গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব চান যারা

সিলেট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার নির্দেশনায় তৃণমূলে নতুন করে গঠিত হচ্ছে গোয়াইনঘাট ইউনিট। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নে বর্ধিত সভার পাশাপাশি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজিত হয়েছে। সম্ভাব্য সম্মেলন ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে নতুন করে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। নেতৃত্ব পেতে একইসঙ্গে সরব হয়ে উঠেছেন শীর্ষ পদের আগ্রহী প্রার্থীরাও।

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের মাধ্যমে কারা আসছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে তা নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতুহলের সৃষ্টি হয়েছে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নেতৃত্ব চান তৃণমূল নেতারা।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে ইউনিটটির কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যক্তিত্ব হিসেবে জেলা জুড়ে তিনি পরিচিত।  তবে গেল কয়েক বছর ধরে তিনি শারিরীক অসুস্থতায় ভুগছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে তিনি ফের আগ্রহী হলে একই পদে আর কেউ প্রার্থী না হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোহাম্মদ ইব্রাহিম প্রার্থী না হলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে লড়বেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

সভাপতি পদে প্রার্থী হতে পারেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইসমাইল আলী মাস্টার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেতে ইতোমধ্যে তৃণমূলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, যুগ্ম সম্পাদক সামছুল আলম,  দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, আরেক সাংগঠনিক সম্পাদক ও জলুরমুখ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ শামীম।

সভাপতি পদে নিজের প্রার্থিতা প্রসঙ্গে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তৃণমূল নেতাকর্মীদের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় কর্মীবান্ধব ও দলের প্রতি আনুগত্য এবং ত্যাগ স্বীকার করেছেন বলেই সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা জুড়ে সাংগঠনিক কয়েকটি কমিটি গঠনের মাধ্যমে তৃণমূলকে ঢেলে সাজানো হচ্ছে।’

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংগঠনিক বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে জোর দেয়া হচ্ছে। তবে সমাগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মেয়াদোত্তীর্ন সাংগঠনিক ওয়ার্ডগুলোতে সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য দীর্ঘ প্রায় সাত বছর পূর্বে ২০১৫ সালে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *