গোয়াইনঘাট উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজনীতি সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার নির্ধারিত প্যাডে জেলা সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক গোয়াইনঘাট উপজেলা ও গোয়াইনঘাট সরকারি কলেজ কমিটি দীর্ঘদিন থেকে সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে নতুন কমিটিতে সভাপতি /সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ০৭ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদকের নিকট স্ব-শরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

এদিকে উপজেলা ছাত্রলীগ ও গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের আগ্রহী পদপ্রত্যাশীরা বিভিন্ন লবিং ও দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *