তানজিল হোসেন, গোয়াইনঘাট : ফ্রান্স সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্স -এর দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে ৷ গত ১৭ ডিসেম্বর বিকেল ২টায় ফ্রান্সের সেন্ড ফেভরিক এউ ৪৫ রিইউ ডেলিজি পেন্টিনে গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্স এর কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ আব্দুস শহীদ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন গোলাম রব্বানী বাদশা ৷ এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা সদস্য ফ্রান্স প্রবাসী জিল্লুর রহমান।
এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।
শেয়ার করুন