তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দিনভর কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে গোয়াইনঘাট-বঙ্গবীর সড়ক ব্যারিকেড দিলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোয়াইনঘাটে অবস্থানরত সেনা সদস্যবৃন্দ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানান। এরপর সাধারণ শিক্ষার্থীদের সাথে কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিল সেক্রেটারি মো. ফারুক আহমদসহ শিক্ষকবৃন্দের ঘন্টা ব্যাপী আলোচনা হয়। এতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে তারাও অধ্যক্ষ মোঃ ফজলুল হকের পদত্যাগের ব্যাপারে পূর্ণ সমর্থন জানান। শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ আলোচনায় শিক্ষকবৃন্দ অধ্যক্ষের নানা দুর্নীতির চিত্র তুলে ধরে দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগসহ কঠোর শাস্তি দাবি করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘন্টার ভিতরে অধ্যক্ষ মোঃ ফজলুল হক কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাসেল আহমদ, মারজানুল আযহার জুনেদ, আমিরুল ইসলাম, আজমল হোসেন, মুসলিম হোসাইন, গোলাম রব্বানী জিমি, শামীম আহমদ ও শাহী শিকদারসহ অনেকে।