সিলেটের গোয়াইনঘাটে ১৩ দিন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম মো. উসমান আহমদ (১৩)। সে রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গলহাওর জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদ্রাসার মক্তব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে শিশুটি আর বাড়ি ফেরেনি।বহু খোজাখুজির পর নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং- ১২৪৪/২৮-০৯-২০২৩।
উসমান উপজেলার রুস্তমপুর ইউনিয়নের উসমানের পিতা হানিফ আলী জানান, আমার বড় ছেলে গত মাসের (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, নিখোঁজের বিষয়ে ছেলেটির পিতা থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উসমানের সন্ধানে থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
শেয়ার করুন