তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের ‘গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় গোয়াইনঘাট বাজারের মিতালী রেষ্টুরেন্টে উপদেষ্টা মোস্তাক আহমদ লিমনের সভাপতিত্বে ও আমিরুল ইসলাম আমিনের সঞ্চালনায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের সাংগঠনিক সম্পাদক মারজানুল আযহার জুনেদ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা আশরাফ হোসেন ও আনিসুর রহমান।
পরিচিতি সভায় ৭ (সাত) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে নির্বাচিত হন আমিরুল ইসলাম আমিন ও সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন জুবায়ের আহমদ। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হন- রেজাউল ইসলাম, সাহেলোজ্জামান সোহান, মোশাররফ হোসাইন, আহমদ উল-কবির সাজু ও মুমিন আহমদ।