তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। নবগঠিত কমিটিতে মোঃ কামরুজ্জামান কে সভাপতি ও কামরুজ্জামান কামরুল কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার নির্ধারিত প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব।