রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ কে বদলি করা হয়েছে। জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে মৌলভীবাজারে তাকে বদলি করা হয়।
এদিকে গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন রফিকুল ইসলাম। তিনি বর্তমানে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত আছেন। পদোন্নতি প্রদান করে তাকে গোলাপগঞ্জেই পদায়ন করা হয়েছে।
বিষয়টি থানা পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছে।
এর আগে ২০২০ সালের ২৪ জুন গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ হারুনুর রশিদ।