গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হানিফ খান কর্তৃক ইউপি অফিসে সেবাগ্রহিতা কামরুজ্জামান মাসুদকে অন্যায়ভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ, দক্ষিণপাড়া, গোলাগাঁও এলাকাবাসীর উদ্যোগে রোববার (২৩ জুলাই) স্থানীয় স্কুল মাঠে অনুষ্টিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা একজন জনপ্রতিনিধি কর্তৃক সাধারণ নাগরিককে নির্যাতন ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি আনু মিয়া, মুহিব আহমদ, পাবেল আহমদ, লিমন আহমদ, লুলু মিয়া, জুয়েল আহমদ, ছয়ফুল ইসলাম, খায়রুল ইসলাম, মখছুদ আহমদ, সবু আহমদ, রাসেল আহমদ, শিমু আহমদ, মিলু আহমদ, রাসেল আহমদ, আলতা মিয়া, কাদির আহমদ, রাসেল আহমদ, ছয়ফুল ইসলাম, মঞ্জুর আহমদ, এমরান খান, পিনু মিয়া, আলতা মিয়া ও রিমন আহমদসহ এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবকসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ লোক অংশ নেন।
