গোলাপগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সার্কেল এসপি পরিত্রাণ তালুকদার

সিলেট

রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি)

গোলাপগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার। রবিবার সন্ধ্যায় পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, ডিবি দক্ষিণের সদস্যসহ পুলিশের একটি টিম।

পূজা মন্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার বলেন, সম্প্রতি ও সৌহার্দ্যের সাথে প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব পালিত হয়ে আসছে।
সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ বিভিন্ন স্বশস্ত্রবাহীনি সজাগ দৃষ্টি রাখছে।
আমরা আশা করি এ বছর শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।

এসময় প্রত্যেকটি পূজা মন্ডপের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের উদ্যেশ্যে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *