গোলাপগঞ্জে আগের ভাড়ায় চলবে সিএনজি অটোরিকশা

সিলেট

সিলেটের গোলাপগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হলেও প্রশাসনের উদ্যোগে তা স্থগিত করা হয়েছে। ফলে পূর্বের ভাড়ায় সিএনজি অটোরিকশা চলাচলের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ আগস্ট) সকালে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে এক জরুরি বৈঠকে বসে এ সিদ্ধান্ত দেয় উপজেলা প্রশাসন।

 

 

জানা যায়- সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ভাড়া উপজেলার বিভিন্ন গন্তব্যে ভাড়া ৫ থেকে ১০ টাকা বাড়িয়েছেন সিএনজি চালকরা। হুট করে গ্যাস চালিত অটোরিকশার বিভিন্ন গন্তব্যের ভাড়া ৫ থেকে ১০ টাকা বৃদ্ধিতে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রী সাধারণের ক্ষোভের প্রেক্ষিতে জরুরি এক বৈঠক বসে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় পূর্বের ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান বলেন, বিষয়টি নিয়ে আমরা জরুরী বৈঠক করেছি। বৈঠকে পূর্বের ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছি। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে আমরা ব্যবস্থা নেব। কেননা এখনো পূর্বের দামে গ্যাস বিক্রি হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী (এলিম), গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।

 

প্রসঙ্গত- গতকাল মঙ্গলবার সিলেট জেলা অটোরিকশা, অটো টেম্পু চালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ চৌমুহনী মডেল শাখার প্রকাশিত ভাড়া বৃদ্ধির একটি তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় গোলাপগঞ্জ থেকে সিলেটের ভাড়া ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা, গোলাপগঞ্জ থেকে বাইপাস ১৫ টাকার স্থলে ২০ টাকা, গোলাপগঞ্জ থেকে হেতিমগঞ্জ ১০ টাকার স্থলে ১৫ টাকা, গোলাপগঞ্জ থেকে চারখাই ৩০ টাকার স্থলে ৪০ টাকা, গোলাপগঞ্জ থেকে রামধা ২০ টাকার স্থলে ৩০ টাকা, গোলাপগঞ্জ থেকে টিকরপাড়া ১৫ টাকার স্থলে ২০ টাকা গোলাপগঞ্জ থেকে রানাপিং ১০ টাকার স্থলে ১৫ টাকা, গোলাপগঞ্জ থেকে শিকপুর ২৫ টার স্থলে ৩০ টাকা গোলাপগঞ্জ থেকে সুন্দিশাইল ২০ টাকার স্থলে ৩০ টাকা, গোলাপগঞ্জ থেকে আমুড়া ১৫ টাকার স্থলে ২০ টাকা, গোলাপগঞ্জ থেকে আমনিয়া বাজারে ১০ টাকার স্থলে ১৫ টাকা, গোলাপগঞ্জ থেকে ভাদেশ্বর ৩০ টাকার স্থলে ৪০ টাকা, গোলাপগঞ্জ থেকে ঢাকাদক্ষিণ ১৫ টাকার স্থলে ২০ টাকা, গোলাপগঞ্জ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ টাকা ও গোলাপগঞ্জ থেকে রাঙাডহর বাজার ৫ টাকার স্থলে ১০ টাকা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *