গোলাপগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার!

সিলেট

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি)::

গোলাপগঞ্জে ছোট ভাউয়ের স্ত্রীর দায়ের করা মামলায় ভাসুর আলী হোসেন (৪০) নামের একজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আলী হোসেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামের মৃত নমির আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে আলী হোসেন তার আপন ছোট ভাইয়ের বউয়ের দিকে কুদৃষ্টি দিয়ে আসছিলো। রাত বিরাতে ছোট ভাইয়ের বউকে উত্যক্ত করতো সে। বিষয়টি তার স্বামীকে জানালে আরও উগ্র হয়ে পড়েন আলী হোসেন। এ বিষয়টি নিয়ে কয়েক দফা ঘরোয়া ভাবে সমাধানে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ২০২২ সালের ২৪ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ( মামলা নং – ৬৮৪/২২ইং)।

জানা যায়, মামলা দায়েরের পর থেকে আলী হোসেন পলাতক ছিলেন। পর্যায়ক্রমে আদালত তার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে নামে এইবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *