রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি):
গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে গণধর্ষনের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় এই নারী একটি মামলা দায়ের করলে মামলার প্রধান অভিযুক্ত কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিয়ানীবাজার থানার দুবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির পুত্র।
জানা যায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে সে বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৭টার দিকে অপর আরেক আসামি সহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষন করে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী মহিলা গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং ০৫, তারিখ ০৪/০৯/২২ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আগামীকাল শনিবার আদালতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন