রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত ডাকাত আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই) বিকাল ৬টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ভাদেশ্বর ইউনিয়নের ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারণী দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
শেয়ার করুন