সিলেটে তরুণীসহ দুই ধর্ষণ মামলার পলাতক আসামি মিজান আহমদকে (২৫) গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় এসএমপির কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আমুড়া গ্রামে আসামীর নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজান উপজেলার আমুড়া গ্রামের আলবাব আলী উরফে আলবাব রায়বারের ছেলে।
জানা যায়, সিলেট সদর (কোতোয়ালি) এলাকায় শামিমাবাদ গ্রামের বাসিন্দা এক মেয়েকে (১৮) গত ১৫ মে দুপুরে তপোবনের ৮৫নং বাসার ৩য় তলায় খালি ঘরে আটকে রেখে মিজান আহমদ মেয়েটিকে ধর্ষণ করে। এর পর যাওয়ার সময় এ ঘটনার বিষয়ে কাউকে বলা হলে সহপরিবার হত্যার করা হুমকি দিয়ে চলে যায় সে।
ঘটনায় ধর্ষণের শিকার ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে।(মামলা নং-২২,তাং-১৫.০৫.২০২৪ইং)ধারা- নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সংশোধিত /০৩) এর ৯(১) তৎসহ ৫০৬ পেনাল কোড।
কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর সুমন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি মিজান আহমদের বিরুদ্ধে একাধিক নারী নিযাতনের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান,মিজানকে বিকেলে আদালতে পাঠানো হচ্ছে।
শেয়ার করুন